ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুল হক বিষয়টি জানিয়েছেন। ওসি জানান, উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দিনাজপুরের দিক থেকে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার রাণীগঞ্জ বাজার পার হচ্ছিল। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ওই নারী অটোরিকশা নিচে চাপা পড়েন। তিনি মাথা, হাত-পায়ে গুরুতর আঘাত পান। এসময় গাড়ির মালিক লিমন মিয়া স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। অবস্থার অবনতি হলে সেখান থেকে রংপুর মেডিকেলে জরুরি বিভাগে নেয়ার পর তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নড়াইলে ট্রলি-অটোরিকশা সংঘর্ষে বয়স্ক দম্পতি নিহত
ওসি নাজমুল হক বলেন, কারের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে ও রাস্তার পাশে একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৫০ বছর হতে পারে। তার পরনে ছিল সালোয়ার ও কামিজ।
তবে স্থানীয়রা জানিয়েছেন ওই নারী ভবঘুরে মানসিক ভারসাম্যহীন। তারপরও ওই নারীর আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাইভেট কারের চালক পলাতক রয়েছে। কারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।