মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলার ২ নং পালশা ইউনিয়নের বেলওয়া গোপালপুর গ্রামে ২ বছরের শিশু নূর মোহাম্মদ (২) বাড়ির পাশে খেলা করছিল। খেলার একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ি পাশে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরদিন বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের মংলিশপুর গ্রামে দ্বিতীয় মর্মান্তিক ঘটনা ১২ বছরের শিশু হাসিব মিয়া(১২) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: লালমোহনে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ষার কারণে বাড়ির আশপাশে পানি জমে থাকায় এমন দুর্ঘটনা ঘটছে। তারা অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এসব মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, দুটি ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
]]>