ঘোষণাপত্রের পর নির্বাচন বানচালের নতুন আভাস পাওয়া যাচ্ছে: গয়েশ্বর

৬ দিন আগে
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এতদিন ষড়যন্ত্র ছিল নির্বাচন না হওয়ার; এখন অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা পত্রের পর নির্বাচন বানচাল করার নতুন আভাস পাওয়া যাচ্ছে। তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার ঘোষণার মধ্যে যেটি গুরুত্বপূর্ণ ছিল; আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন শেষ করা।

বুধবার (৬ আগস্ট) বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে জুলাই গণঅখভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী লীগ পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আনন্দ র‍্যালির আগে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


৫ আগস্ট যেমন আনন্দের তেমনই স্বজনহারাদের জন‍্য বেদনাদায়ক। জনগণের আকাঙ্ক্ষা পূরণে বিএনপিকে দায়িতশীল ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।
 

এসময় আগামী নির্বাচন রংপুরের জন‍্য একটা পরীক্ষা; নেকাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘দলে যাতে কোনো ভাইরাস না ঢুকতে পারে। যেখানে থাকবে শাসন, সেখানে থাকবে ন‍্যায‍্য বিচার। আগে বিচার তারপর সংস্কার, তারপর নির্বাচন; নির্বাচন হলে বিচার প্রক্রিয়া সহজ হবে।’

আরও পড়ুন: মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের জনগণ ভোট দেবে না: মেজর হাফিজ

পরে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী লীগ পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র‍্যালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র কেন্দ্রীয় নেতাসহ রংপুর মহানগর ও জেলার নেতাকর্মীরা বিজয় র‍্যালীতে অংশ নেন। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন