বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর এরিয়া সদর দফতরের তত্ত্বাবধানে ঘোড়াঘাট ক্যাম্প কমান্ডার মেজর এম নাজমুল হায়দার এ প্রেস ব্রিফিং করেন।
প্রেস ব্রেফিং—এ ঘোড়াঘাট ক্যাম্প কমান্ডার মেজর এম নাজমুল হায়দার বলেন, গত ১৫ মে ও ১২ জুলাই নুরজাহানপুর, খোদাদাতপুর, ওছমানপুর, হায়দারনগর ও আফসাবাদ কলোনির গ্রামবাসী মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। দুটি স্মারকলিপিতেই কোনো ধরনের প্রমাণ ছাড়া এমএফআরও’র বিরুদ্ধে বিভিন্ন ধরনের বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ তুলে ধরা হয়েছে। দুষ্কৃতকারী কিছু ব্যক্তি উসকানিমূলক বক্তব্য দিয়ে জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে দুই চাঁদাবাজ আটক
তিনি আরও বলেন, ‘ঘোড়াঘাট উপজেলায় ৫টি কলোনির ১৩৭৫ একর জমির মধ্যে ৪৭১ একর জমি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের নামে রেকর্ড হয়েছে। বাকি জমি রেকর্ড প্রক্রিয়াধীন। আমরা জনগণের বন্ধু আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এখানে কাজ করব। অন্যায়, ভিত্তিহীন ও বানোয়াট কথা বলে আমাদের আইনি প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করলে তা আইনের মাধ্যমে মোকাবিলা করা হবে। এ সময় মেজর সারাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সরকারি কৌশলী মোল্লা মো. শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।