বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান খান স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেয়া হয়।
এর আগে গত ৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন দুদকের সদস্যরা বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালায়। এ সময় ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তার ও তার সহযোগী বহিরাগত এনজিও সদস্য হাবিবুর রহমানকে ধরে। এদিন শামিমা আক্তারকে ছেড়ে দিয়ে শুধু এনজিও সদস্যকে গ্রেফতার দেখিয়ে পুলিশে দেয়।
আরও পড়ুন: অবশেষে দুদকের ঘুষ বাণিজ্য মামলায় গ্রেফতার হলেন কাস্টমস কর্মকর্তা শামিমা
তবে মূল আসামি শামিমাকে ছেড়ে দেওয়ায় স্থানীয় জনতা দুদকের গাড়ি আটকে বিক্ষোভ করে। পরদিন দুদক শামিমার বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। এ ঘটনার ৯ দিন পর ১৬ অক্টোবর অর্থ মন্ত্রণালয় শামিমা আক্তারকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়ে বিভিন্ন দফতরে পত্র পাঠায়।

 ১ সপ্তাহে আগে
                        ২
                        ১ সপ্তাহে আগে
                        ২
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·