ঘুমের মধ্যে সাপ দেখলে কী হয়?

৩ সপ্তাহ আগে ১২
অবচেতন ভাবনাচিন্তা, ভয় বা ইচ্ছা, তার প্রতিফলনই হলো স্বপ্ন। সব স্বপ্নের মধ্যেই কোনো না কোনো অর্থ লুকিয়ে থাকে। তবে স্বপ্নে মানুষ অনেক কিছুই দেখে, যার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকে না বললেই চলে।

বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, ‘মানুষ যত স্বপ্ন দেখে তা মূলত দুই ধরনের হয়ে থাকে। সত্য স্বপ্ন। অসত্য স্বপ্ন। সত্য স্বপ্ন নবীদের ও তাদের অনুসারী নেককার লোকদের স্বপ্ন। 

 

আরও পড়ুন: বিশ্বজয়ের যে অজানা গল্প শোনালেন হাফেজ মুয়াজ

  
দ্বিতীয় প্রকার হলো মিশ্র ধরনের অসত্য স্বপ্ন-- যা কোনো ব্যাপারে সতর্ক করে। যেমন, শয়তানের খেলা যা দিয়ে কাউকে ভারাক্রান্ত করে। ফলে সে দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে। সে সেই কাটা মাথার অনুসরণ করছে; অথবা সে এমন কোনো সংকটে পড়েছে যা থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো সাহায্যকারী পাচ্ছে না। কিংবা সে দেখল যে, ফেরেশতারা তাকে কোনো হারাম কাজ করতে বলছে; অথবা এসব বিষয় যা সাধারণত অর্থহীন। এসব অর্থহীন স্বপ্ন। (ফাতহুল বারি ১২/৩৫২)

 

ঘুমের মধ্যে সাপ দেখলে কী হয়?

 

ইসলামি ইতিহাসে বিখ্যাত স্বপ্ন বিশারদ ইবনে সিরিন (রহ.) বলেন,

 

 فإن رأى حية تمشي خلفه فإنّ عدوه يريد أن يمكر به فإن مشت بين يديه أو دارت حوله فإنّهم أعداء يخالطونه

 

আরও পড়ুন: তথ্য পেলেই তা শেয়ার করা নিয়ে যা বললেন জাতীয় মসজিদের খতিব


যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে,তার পিছু ছুটছে, তাহলে এর অর্থ হল, ঐ ব্যক্তির শত্রুরা তার সঙ্গে শত্রুতা করার জন্য চেষ্টা করছে। আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুরঘুর করছে,তাহলে এর অর্থ হলো,ঐ ব্যক্তির শুত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্ঠজনদের মধ্যে। (তাফসিরুল আহলাম-ইবনে সিরিন-২/৪)

]]>
সম্পূর্ণ পড়ুন