জুড়ী থানা পুলিশ প্রাথমিক তদন্তের পর বলছে, স্বামী-স্ত্রী দুজন বিষপানে আত্মহত্যা করেছে। তাদের দুজনের মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। তবে প্রকৃত ঘটনা জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মার্শেদুল আলম ভূইয়া জানান, স্বামী-স্ত্রী দুজন আট বছরের শিশু সন্তান লিটনকে নিয়ে শুক্রবার (৪ জুলাই) রাতে অন্যদিনের মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে শিশু লিটনের ঘুম ভাঙলে দেখতে পায়, তার মা সারি বুনার্জী বসত ঘরের মেঝেতে পড়ে আছেন। অনেক ডাকাডাকির পরও তার ময়ের কোনো সাড়াশব্দ পায় না। পড়ে বাবা দীলিপ বুনার্জীকে খুঁজতে থাকে।
আরও পড়ুন: রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে স্বামী-স্ত্রীর মৃত্যু
খোঁজাখুঁজির পর তার বাবাকে ঘরের সামনের রাস্তায় পড়ে থাকতে দেখে। তার বাবাকেও ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের কাছে গিয়ে ঘটনা বলে।
প্রতিবেশীরা এসে দুজনকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্টের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: হোটেলে পাওয়া সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহের ময়নাতদন্ত, যা জানালেন চিকিৎসক
শিশু লিটন পুলিশকে জানিয়েছে, সে তার বাবা-মাকে ঝগড়াঝাটি করতে দেখেনি।
]]>