ঘরেই চলতো জুয়ার কারবার!

১৯ ঘন্টা আগে
গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে আবু সাত্তার (২৫) নামে এক তরুণকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৪টি মোবাইল ১টি ল্যাপটপ জব্দ করা হয়। একই সঙ্গে বিভিন্ন আইডিতে ১২ লাখ টাকারও হদিস পাওয়া যায়।

বুধবার দিবাগত রাতে (৩ জুলাই) সেনাবাহিনী ও পুলিশ জেলা শহরের রওশনাবাগ এলাকায় এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তরুণ আবু সাত্তারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান।

 

অভিযান সংশ্লিষ্টরা জানান, আবু সাত্তার পঞ্চগড় সদর উপজেলার শিংরোড ভুজারিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। সে স্ত্রী সন্তান ও শ্যালক নিয়ে জেলা শহরের রওশনাবাগ এলাকার এক বাড়িতে ভাড়া থাকতেন। খুব প্রয়োজন ছাড়া পরিবারের সদস্যরা বাইরে বের হতেন না। গত পাঁচ বছর ধরে আবু সাত্তার অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। এমনকি প্রতি মাসে তার আয় হতো লাখ টাকার মতো।

 

অনলাইন জুয়ায় জড়িত থাকার ঘটনায় আবু সাত্তার নামে তরুণকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ছবি সময় সংবাদ

 

পঞ্চগড় আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় সময় সংবাদকে বলেন, গোপন সংবাদ পেয়ে শহরের রওশনাবাগ এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়ার বেশকিছু অনলাইন লিংকের আলামত পাওয়া যায় এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ওইসব লিঙ্কে জড়িত থাকার বিষয়টিও নিশ্চিত হওয়া যায়। এ সময় তার থেকে ১৪টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন আইডিতে সাড়ে ১২ লাখ টাকার মতো বাজি ধরার তথ্যও মিলেছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

আরও পড়ুন: অনলাইন জুয়া রোধে এআই ব্যবহারের নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

 

পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান সময় সংবাদকে বলেন, অনলাইনে জুয়া এবং কেসিনো গেমের সঙ্গে আবু সাত্তারের যুক্ত থাকার প্রমাণ মিলেছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে জুয়া আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

 

]]>
সম্পূর্ণ পড়ুন