একাডেমিক হিসেবে পার করেছি একটি বছর। অথচ ক্যালেন্ডার গুনে দেখলাম, জীবন থেকে এক বছর সাত মাস পার করেছি একা এই ইফেস্কুর পথে। প্রতিদিন পথ চলি, প্রকৃতিকে জিজ্ঞেস করি, ‘আমার কি আর ঘরে ফেরা হবে না?’ প্রকৃতিও যেন হাহাকার করে, দীর্ঘশ্বাস হয়ে হাওয়া বয়ে যায়। আকাশ ফেটে যেমন বিদ্যুৎ চমকায়, তারপর তুমুল ঝড় আসে, বৃষ্টি পড়ে। আকাশের মতো মন খারাপের বাঁধ ভেঙে আমার চোখেও বন্যা বয়ে যায়। চোখ মুছে আবার পথ চলি। অল্পতেই অনেকখানি ক্লান্ত হয়ে পড়েছি। বারবার মনে প্রশ্ন জাগে, ‘আমার কি আর ঘরে ফেরা হবে না?’