ঘন কুয়াশায় লরির পেছনে আরেক লরির ধাক্কা, নিহত ২

২ সপ্তাহ আগে
ঘন কুয়াশায় কুমিল্লার চৌদ্দগ্রামে লরির পেছনে আরেক লরির ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লরিচালক আব্দুল জব্বার (৩১) নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরকমলা গ্রামের আবুল বাশারের ছেলে ও হেলপার শাকিল (২২) নোয়াখালীর চরজববার থানার চরমহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. সাহাবুদ্দিন।


আরও পড়ুন: দুমকিতে টমটম-অটোবাইক সংঘর্ষে শিশুসহ নিহত ২


প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে রোববার ভোরে উপজেলার বাবুর্চি এলাকায় চট্টগ্রামমুখী একটি লরিকে পেছনে থাকা আরেকটি লরি ধাক্কা দেয়। এতে পেছনে থাকা লরিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক মারা যান। গুরুতর আহত হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে তিনিও মারা যান।


মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মো. সাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: ট্রাফিক পুলিশ দেখে পালাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ২ মোটরসাইকেল আরোহী


তিনি জানান, রোববার ভোরে বাবুর্চি এলাকায় ঘন কুয়াশার কারণে চট্টগ্রামমুখী মহাসড়কে প্রথমে লরির চালক মারা যান এবং পরে হেলপারেরও মৃত্যু হয়। দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। স্বজনদের খবর দেয়া হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন