গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতিকে শিল্পায়িত করে ‘গাড়িয়াল ভাই’

৪ সপ্তাহ আগে
উঁচু জাতি বিত্তবান ঘরের সন্তানের সঙ্গে নীচু জাতি গরিবের প্রেম হতে পারে না। মোড়লের বোন নিজেই তো গাড়িয়ালের প্রেমে পড়েছে। গাড়িয়ালের ধনসম্পদ কিছু নাই। আছে শুধু বুকভরা প্রেম। খেটে খাওয়ার জন্য একটা গরুর গাড়ি আর একটা চাবুকও আছে। গাড়িয়ালের চাবুকটাকেও এই চলচ্চিত্রের মূল বার্তার একটা সাংকেতিক চাবুক বলা যেতে পারে। কদম গাড়িয়ালের নিজের ভাষায়, ‘এই চাবুকটা আমার ইজ্জত, আমার বংশের নিশানা। বাপজান মরণের সময় এটা আমার হাতে তুইলা দিছিল। এই চাবুকটা আমার একমাত্র সম্বল, আমার জীবন।’
সম্পূর্ণ পড়ুন