বুধবার (২৩ জুলাই) দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে খবর পায় গোলাপগঞ্জ থানা পুলিশ। পরে ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম সুনামপুর গ্রামের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম মো. মঞ্জুর আহমদ। তিনি পশ্চিম সুনামপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: ৬০০ টাকা মজুরি করাসহ ১১ দফা দাবিতে সিলেটে চা শ্রমিক কনভেনশন
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে তিনি কয়েকদিন আগে ঘটনাস্থলে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।’
]]>