গোলাপ জলে গোসল করে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা

১ সপ্তাহে আগে
গোলাপ জলে গোসল করে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলী হোসেন মৃধা। তিনি বলেন, 'রাজনীতি নয়, এবার শুধু ব্যবসা নিয়ে বাকি জীবন কাটাব'।

শনিবার (২৮ জুন) দুপুরে গোলাপজলের পানি দিয়ে বজ্রযোগিনীর চুরাইন গ্রামের নিজ বাড়িতে গোসল করে নিজের রাজনৈতিক জীবনের অবসানের কথা জানান তিনি।


ঘোষণা দিয়ে প্রকাশ্যে শাট-প্যান্ট পরিহিত অবস্থায় মাথায় গোলাপজলে পানি ঢালেন। গোলাপজলে গোসল করে একপ্রকার প্রতীকী পরিশুদ্ধির কথা জানান তিনি।


৪৮ বছর বয়সী আলী হোসেন মৃধা বজ্রযোগিনী ইউপির ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। পেশায় তিনি একজন ডেকোরেটর ব্যবসায়ী।


আরও পড়ুন: ক্ষমা চেয়ে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ


আলী হোসেন মৃধা বলেন, '২০১৬ সালে আমি আওয়ামী লীগের রাজনীতি শুরু করি। এরপর সাধারণ সম্পাদক নির্বাচিত হই। পরে ইউপি নির্বাচনে জনগণের ভোটে সদস্য হই। তবে তবে বর্তমান পরিস্থিতি উপলব্ধি করে রাজনীতি থেকে সরে দাঁড়ালাম।

]]>
সম্পূর্ণ পড়ুন