ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, বেশ কয়েক মাস ধরেই বিচ্ছেদের জল্পনা-কল্পনায় রয়েছেন গোবিন্দ ও সুনীতা। যদিও বারবারই সেটিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন এ দম্পতি।
তবে আবারও স্বামীকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেল সুনীতাকে। ‘পতি পত্নী পঙ্গা’ নামের অনুষ্ঠানের সেটে একসঙ্গে হাজির হন গোবিন্দ-সুনীতা। সেখানে স্বামীকে নিয়ে সুনীতার দুটি মন্তব্য শুনে অবাক বনে যান ভক্তরা।
ওই অনুষ্ঠানে উপস্থাপক সোনালি বেন্দ্রে সুনীতাকে প্রশ্ন করেন, স্বামী হিসেবে গোবিন্দকে দশের মধ্যে কত নম্বর দেবেন? এর উত্তরে সুনীতা বলেন,
বিশ্বাসযোগ্যতার নিরিখে দশে ছয় দেবো।
এরপরই সুনীতা বোমা ফাটান। বিস্ফোরক মন্তব্য করে বলেন,
কারণ গোবিন্দ তার সব সহঅভিনেত্রীর সঙ্গেই প্রেম করেছেন। কোনো অভিনেত্রীকেই ছাড়েননি।
মজার ছলে নায়কের স্ত্রী সোনালির দিকে ইশারা করে বলেন,
গোবিন্দর হাত থেকে বেঁচে গিয়েছিল একমাত্র সোনালি।
আরও পড়ুন: বলিউড সিরিজে চমক দেখালেন আরিফিন শুভ
এরপরই হেসে ফেলেন সুনীতা। সেই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত সব দর্শকও বোকা বনে যান। শোবিজ দুনিয়ায় প্রায়ই এমন মজার ছলে রসিকতা করেন সুনীতা। এবার অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বামীকে নিয়ে রসিকতা করলেন। তবে স্বামীকে নিয়ে রসিকতা করলেও জীবনে তাকেই শুধু ভালোবেসেছেন এ তারকা পত্নী।
]]>