রোববার (১৫ জুন) সকালে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে এ অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও প্রবীর কুমার বিশ্বাস। এ সময় জেলা পরিষদ ৫০টি, পানি উন্নয়ন বোর্ড ৮৩টি এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গায় প্রায় ৬০টিসহ মোট ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদের মধ্য রয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান হাওলাদার এবং সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরাসহ বেশ কয়েকজন প্রভাবশালীর অবৈধ স্থাপনাও।
আরও পড়ুন: কুষ্টিয়ায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন
উচ্ছেদ অভিযান পরিচালনায় অংশ নেয় গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড সেনা বাহিনী, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও আনসার এবং গ্রাম পুলিশ সদস্যরা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী জানান, ১৪ দিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে দখলদারদের নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হয়। কিন্তু তারা অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।