বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার টুঙ্গিপাড়া-বাশবাড়িয়া সড়কের ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম জানান, মোটর সাইকেলে মারুফ শেখ এক বন্ধুকে নিয়ে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিল। তারা কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি থ্রি হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও থ্রি হুইলারটি দুমড়েমুচড়ে গেলে ৯ জন আহত হন। তাদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক মোহাননেত শেখ (১৬) মারা যায়।
আরও পড়ুন: চলন্ত ট্রেনের ছাদে টিকটক, ছিটকে পড়ে ২ যুবক নিহত
অবস্থার অবনতি হলে থ্রি হুইলার যাত্রী মারুফ শেখকে (১৯) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মারুফ টুঙ্গিপাড়া উপজেলার পার ঝনঝনিয়া গ্রামের মো. মাহফুজ শেখের ছেলে এবং মোহাননেত একই গ্রামের কামাল শেখের ছেলে ও বাঁশবাড়িয়া-ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
আহতদের মধ্যে ৬ জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।