পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ।
শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি ও বংকুরা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বংকুরা গ্রামের রিয়াজুলের কাছ থেকে মাঝবাড়ি গ্রামের ফারুক দাড়িয়া সুদে টাকা নেয়। সেই টাকা সময় মতো সুদে এলে পরিশোধ করতে গড়িমশি করে আসছিল। এ নিয়ে শুক্রবার দু’জনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে এলাকার মসজিদের মাইক থেকে সংঘর্ষে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। দুই গ্রামের লোকজন ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে শিশু নিহত, আহত ৪
দফায়-দফায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪৫ জনকে আটক ও ফাঁকা গুলি বর্ষণ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। ২ ঘণ্টা পর বেলা সাড়ে ১১ টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২৫ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘২৫ রাউন্ড গুলি বর্ষণ ও ৪৫ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’