এ ঘটনায় আহত হয়েছে একই পরিবারের অপর ৪ সদস্য।
বুধবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুরের দাসের হাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাফিউর রহমান নামে এক ব্যক্তি স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে প্রাইভেটকারে ঢাকা থেকে খুলনায় যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে ঢাকা খুলনা মহাসড়কে মুকসুদপুরের দাসের হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় শিশু সাইমাসহ পরিবারের ৫ সদস্য ।
আরও পড়ুন: বাবা-মা’র সঙ্গে নানাবাড়ি যাচ্ছিল রাইসা, ইজিবাইক কেড়ে নিল প্রাণ
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক শিশু সাইমাকে মৃত ঘোষণা করেন। সাইমার পরিবারের অন্য সদস্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।