গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২ সপ্তাহ আগে
ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। রোববার (২২ জুন) ভোররাতে সদর উপজেলার গোপীনাথপুরে এবং দুপুরে কাশিয়ানীর টুকু বাজার এলাকায় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ইন্সপেক্টর মো. মাখসুদুর রহমান মুরাদ জানান, রোববার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার টুকু বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত দ্রুতগামী একটি বাস সরোয়ার শেখ (৯০) নামে এক বৃদ্ধকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ারের মৃত্যু হয়।  

 

সরোয়ার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের মইনুদ্দিন খানের ছেলে।

 

আরও পড়ুন: গোপালগঞ্জে ১৯৩টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

 

এর আগে ভোরে সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পাশে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান একটি যাত্রীবাহী নসিমনকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যান ও নসিমনটি রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে নছিমনের যাত্রী বিপুল কুমার পাল (৫২) নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছিল। উদ্ধার কাজ চলাকালে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

এ সময় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকা গামী সোহাগ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের হেলপার শাওন শেখ (১৮) নিহত হয়।

 

আরও পড়ুন: গোপালগঞ্জে হাসপাতালে রুমে আটকে চিকিৎসককে মারধর

 

নিহত বিপুল মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া গ্রামের মানিক কুমার পাল এর ছেলে এবং  শাওন খুলনার দৌলতপুর এলাকার রাজা শেখের ছেলে।

]]>
সম্পূর্ণ পড়ুন