বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকার দোহারের তানভির ও নাজমুল। অপর আহত ও নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: গোপালগঞ্জে ১৯টি স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন
মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়াহিদুজ্জামান খান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে মৃত অবস্থায় পাই। পিকআপ ভ্যানে থাকা অপর দুইজনকে আহত অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।’
আরও পড়ুন: গোপালগঞ্জে জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মন্টুর
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো: আবু সালেহ ছামী জানান, ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে খুলনার দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। দাশেরহাট এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারায়। পিকআপ ভ্যানটির রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুমড়েমুচড়ে যায় পিকআপ ভ্যানের সামনের অংশ। ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় পিকআপ ভ্যানে থাকা আরো দুইজন। তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
]]>