গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের নিয়ে ওসির সঙ্গে স্বেচ্ছাসেবকদল নেতার সাক্ষাত

৬ দিন আগে
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী থানার নবনিযুক্ত ওসির সঙ্গে সাক্ষাত করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি নুরুজ্জামান সরদার। পরে ওসির সঙ্গে ফটোসেশনও করেন ওই নেতা। এরপর সেই ছবি আপলোড করেছেন নিজের ফেসবুক প্রোফাইলে এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে কাশিয়ানী থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের সঙ্গে তারা সাক্ষাৎ করেন।


এ সময় নুরুজ্জামান সর্দারের সঙ্গে ছিলেন কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি শহিদুল ইসলাম জনি, সহ-সভাপতি শামিম ও ছাত্রলীগ নেতা রুবেল মুন্সী।


এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নুরুজ্জামান সরদার বলেন, ওরা আগে ছাত্রলীগ করতো, তবে এখন করে না। আর ওরা রাজনৈতিক পরিচয় দিতে আমার সঙ্গে ওসির কাছে যায়নি। ভুল হইছে আমি ছবি তুলে আমার ফেসবুকে পরবর্তীতে আপলোড করেছি। এখন এইটা নিয়ে একটি স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।


আরও পড়ুন: গোপালগঞ্জে ছাত্রলীগ নেতা সেতু গ্রেফতার


কাশিয়ানী থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, আমি অল্পকিছু দিন হয়েছে কাশিয়ানী থানায় যোগদান করেছি। সেদিন নুরুজ্জামান সাহেব কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে নিজ দলের নেতাকর্মী বলে পরিচয় করিয়ে দিয়েছে। আমি তো নতুন আসছি তাই কাউকে চিনি না। পরে তারা সকলে আমার সঙ্গে ছবি তুলেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন