গোপালগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে আহত ১৫

১ সপ্তাহে আগে
গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের মীমাংসার সালিশ বৈঠকের মধ্যে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিঙ্গারকুল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 


আহতদের মধ্যে ৮ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আরও পড়ুন: মাদারীপুরে সংঘর্ষে আহত ১৫, বোমায় উড়ে গেছে যুবকের পা


গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানায়, কিছুদিন আগে সিঙ্গারকুল গ্রামের বাবু মোল্লার জমির কচুড়িপানা পানিতে ভেসে শাহিন শেখের জমিতে যাওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষের লোকজন সিঙ্গার কুল মধ্যপাড়া জামে মসজিদের সামনে সালিশ বৈঠকে বসেন। সালিশ বৈঠকের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে তা সংঘর্ষে রূপ নেয়। দুপক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


আর কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন