গোপালগঞ্জে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩ সপ্তাহ আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে ডোবার পানিতে ডুবে সিফাত শেখ নামে এক বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বেথুড়ী ইউনিয়নের রামদিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া সিফাত ওই গ্রামের মো. রবিউল শেখের ছেলে।


কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমদাদুল হক মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, সকালে সিফাত বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ সকলের অজান্তে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। 

আরও পড়ুন: ঈদের দিন নিখোঁজ, পরদিন পুকুরে মিলল সোহানার নিথর দেহ

পরে ডোবা থেকে সিফাতের ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন