সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার কান্দি চার্চে প্রাক বড়দিনের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অংশ নেয়া লোকজনকে সন্ধ্যায় বিরিয়ানি পরিবেশন করা হয়। সেই বিরিয়ানি খেয়েই অনেকেই অসুস্থ হয়ে পড়ে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মৃদুল কুমার দাস জানান, সন্ধ্যার দিকে মাথা ঘোরা, বমি ও পাতলা পায়খানার উপসর্গ নিয়ে শিশুসহ ৫২ জন হাসপাতালে আসে। এর মধ্যে ৫০ জনকে ভর্তি করা হয়েছে। দুজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বিজয়ের উন্মাদনায় তরুণ প্রজন্ম, কণ্ঠে সবার আগে বাংলাদেশ
চিকিৎসক আরও জানান, শতাধিক জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের অনেকেই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। খাবারে ‘পয়জন’ থাকার কারণে এমন ঘটনা ঘটতে পারে।
অনুষ্ঠানে অংশ নেয়া কয়েকজন জানান, কান্দি চার্চে প্রাক বড়দিনের প্রার্থনা শেষে দুপুরের খাবার হিসেবে বিরিয়ানির প্যাকেট দেয়া হয়। প্রত্যেকেই বাড়িতে নিয়ে সেই বিরিয়ানি খাওয়ার পর সন্ধ্যার দিকে মাথাঘোরা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়।
]]>