গোপালগঞ্জে চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা

১ সপ্তাহে আগে
গোপালগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে আলামিন মোল্যা (২৪) নামে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে আলরাফি নামে এক মোটর মেকানিক। শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাশের চরপাথালিয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ অক্টোবর) ভোররাতে হত্যাকাণ্ডের সাথে জড়িত আলরাফিকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। নিহত আলামিন চরপাথালিয়া গ্রামের লায়েব আলী মোল্যার ছেলে। তিনি ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দুই বছর ধরে চায়ের ব্যবসা করতেন।


গ্রেফতার আল রাফি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাইকপাড়া গ্রামের আসলাম শেখের ছেলে। তিনি পাথালিয়া এলাকার ওই মোটর গ্যারেজের কর্মচারি হিসেবে কাজ করতেন।


আলামিনের বাবা লায়েব আলী জানান, রাত ১২টার দিকে আলামিন মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য পাশের মোটর গ্যারেজে যায়। গ্যারেজের কর্মচারী মোটর মেকানিক আলরাফির কাছে চার্জার চায়। রাফি চার্জার দিতে না চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যাপয়ে রাফি আলামিনকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। শোর চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ীরা গুরুতর আহত আলামিনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাতেই লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


আরও পড়ুন: নওগাঁয় মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যাকাণ্ড


গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, মোবাইল চার্জ দেয়ার ঘটনা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। রাত সাড়ে ১২টার দিকে ৯৯৯-এ কল পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই। ভোরের দিকে অভিযুক্ত আলরাফিকে গ্রেফতার করি। তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন