গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংস্কারে শিক্ষার্থীদের আল্টিমেটাম

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, ক্লাস রুম, ল্যাব সংকট নিরসন এবং বাজেটের সুষ্ঠু বাস্তবায়নসহ বিশ্ববিদ্যালয় সংস্কারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে এসব সমস্যা সমাধানের জন্য ৭ দিনে আল্টিমেটাম দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সমানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে।


এরপর প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলি তোহা। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষক, ক্লাস রুম ও ল্যাবসহ বিভিন্ন সংকট রয়েছে। এসব সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় ও ইউজিসি কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তা ছাড়া চলতি অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত নিম্নমুখী বাজেট করা হয়েছে। বিগত বছরের বাজেটগুলোর সঠিক বাস্তবায়ন হয়েছে কি না তাও আমরা জানি না।


আরও পড়ুন: খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত


এসব সংকট ও নিরসনের জন্য ৭দিন সময় দেয়া হয়েছে। এর মধ্যে কোনো পদক্ষেপ নেয়া না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

]]>
সম্পূর্ণ পড়ুন