গোপনাঙ্গে কুকুরের কামড়, হাসপাতালে ভর্তি বার্সেলোনার সাবেক ফুটবলার

৪ দিন আগে
পোষা কুকুরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন। এমন সময় আরও এক কুকুর হাজির। লেগে যায় দুই কুকুরের কামড়াকামড়ি। কারলেস পেরেজ চেয়েছিলেন দুই কুকুরকে আলাদা করতে, এমন সময় তার গোপনাঙ্গে কামড় বসায় আগন্তুক কুকুর।

এক সময় বার্সেলোনার উইঙ্গে খেলা পেরেজ গেতাফে থেকে ধারে এই মাসেই গ্রিসের ক্লাব আরিস থেসালোনিকিতে গেছেন। থেসালোনিকির একটি রাস্তা দিয়ে হাঁটার সময় ওই দুর্ঘটনার শিকার হন তিনি। দ্রুতই হাসপাতালে গিয়ে চিকিৎসকদের শরণাপন্ন হন। খবর মার্কার।


চিকিৎসকরা শুরুতে গুরুতর অবস্থার কথা বলেছিলেন। ধারণা করেছিলেন অস্ত্রোপচারের কথাও, কিন্তু অস্ত্রোপচার লাগছে না পেরেজের। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।


পেরেজ গত ১০ জুলাই আরিস থেসালোনিকিতে নাম লেখান। অভিষেকও হয়ে গেছে, ইউরোপা কনফারেন্স লিগের বাছাইপর্বে গত ১৭ জুলাই আজারবাইজানের আরাজ ফুটবল ক্লাবের বিপক্ষে খেলেন। দ্বিতীপর্বের বাছাইয়ের প্রথম লেগের ওই ম্যাচে তার দল ২-১ গোলে হেরে যায়। অর্থাৎ আজ বৃহস্পতিবার দ্বিতীয় লেগটি আরিসের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু পেরেজ এতে খেলতে পারবেন না।


আরও পড়ুন: ট্রাফোর্ডকে দলে ভিড়িয়ে পেপ গার্দিওলা যে রেকর্ড গড়লেন


২৭ বছর বয়সি পেরেজ বার্সার সঙ্গে যুক্ত হন ২০১২ সালে। ‘বি’ দলের হয়েও খেলেছেন তিনি। সিনিয়র দলে অভিষেক হয় ২০১৮-১৯ মৌসুমে, সবশেষ খেলেছেন ২০২০ সালে। এরপর যান রোমাতে। মাঝে সেল্টা ভিগো ও গেতাফেতে ধারে খেলেছেন।


পেরেজ বার্সা সিনিয়র দলের হয়ে ১৩ ম্যাচ খেলে ২টি গোল করেছেন। দলগত অর্জনের তালিকায় একটি লা লিগা রয়েছে তার। রোমার হয়ে ২০২১-২২ মৌসুমে জিতেছিলেন কনফারেন্স লিগের শিরোপা।

]]>
সম্পূর্ণ পড়ুন