রোববার (৫ অক্টোম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গেন্ডারিয়া রেলস্টেশনের উত্তর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
স্থানীয় ও পথচারী মো. রাজন জানান, সকাল পৌনে ৬টার দিকে তিনি রেলস্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় অনেক মানুষের ভিড় দেখতে পান। এগিয়ে গিয়ে দেখেন, কাদামাটির জমির ওপর ওই নারী রক্তাক্ত মরদের পড়ে আছে। তার গলায় ও শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত। স্থানীয় কেউই তার পরিচয় বলতে পারছিলেন না। পরবর্তীতে তারা থানায় খবর দেন।
আরও পড়ুন: পূর্বাচলে সড়কে পড়ে ছিল নারীর গলাকাটা মরদেহ
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক আনাম জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গেন্ডারিয়া রেলস্টেশনের উত্তর পাশে কর্দমাক্ত জমির ওপর থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায়, মুখমণ্ডল, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের বহু আঘাত রয়েছে। পরবর্তীতে মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, এটি হত্যাকাণ্ড। এছাড়া তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতকদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

৪ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·