ইট-পাথরের দালান আর কাঁচে মোড়ানো জীবনের ছায়া পেরিয়ে, রাজধানীর অভিজাত এলাকা গুলশানে হঠাৎই যেন নেমে এসেছে এক টুকরো গ্রামবাংলা। ব্যস্ত শহরের ক্লান্ত মুখগুলো হয়ে উঠেছে রঙিন, প্রাণবন্ত। এর কারণ ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে গুলশান ২ এর শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কে চলছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা ও নগর উৎসব।
সোমবার (১৪ এপ্রিল) আয়োজনের দ্বিতীয় দিনে বাংলা নববর্ষের আনন্দে মুখরিত সেই পার্কে ভিড়... বিস্তারিত