গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

৩ সপ্তাহ আগে
নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।

 

এর আগে মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে আহম্মদ আলী মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান। আগামীকাল তাকে আদালতে পাঠানো হতে পারে। নাটোরে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন: আ. লীগ নেতা মঞ্জু হত্যা: প্রধান আসামি টুমন ঢাকায় গ্রেফতার

 

আহম্মদ আলী মোল্লা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

 

এ বিষয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘সারাদেশে আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। আহম্মদ আলী মোল্লা একজন সৎ রাজনীতিবিদ। তাকে গ্রেফতারের ঘটনায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। আমরা আহ্বান জানাই, তাকে ও মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া অন্যান্য নেতাকর্মীদের দ্রুত মুক্তি দেয়া হোক।’

]]>
সম্পূর্ণ পড়ুন