রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গত মাসে দুই দিনের সফরে তুরস্কে যান এবং ভারতের সঙ্গে সামরিক সংঘর্ষের সময় তুরস্কের সমর্থনের জন্য এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পিটিভি নিউজের তথ্যানুসারে, দেশ দুটির মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক ‘উষ্ণ এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ’ ছিল এবং উভয় পক্ষই পাকিস্তান ও তুরস্কের মধ্যে ‘গভীর, ঐতিহাসিক এবং ভ্রাতৃত্বপূর্ণ’ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছে।
আরও পড়ুন: খাজা আসিফের মন্তব্য /ভারতের একতরফা অবস্থানে ‘প্রাসঙ্গিকতা হারিয়েছে’ সিমলা চুক্তি
প্রতিবেদন মতে, শেহবাজ শরিফের সঙ্গে সম্প্রতি ফোনালাপের সময় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। এসময় ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন দুই নেতা।
এতে আরও বলা হয়, ‘ইস্তাম্বুল এবং লাচিনে সাম্প্রতিক বৈঠকের কথা স্মরণ করে, পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তান-ভারত সংকটের সময় ইসলামাবাদের প্রতি তুরস্কের দৃঢ় এবং অটল সমর্থনের জন্য আবারও প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানান।’
পিটিভি জানায়, এরদোয়ান এবং শেহবাজ ‘তাদের মূল স্বার্থে একে অপরের প্রতি তাদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তারা গাজার পরিস্থিতি-সহ সবশেষ আঞ্চলিক এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন।’
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ‘নিজের বক্তব্যে, প্রেসিডেন্ট এরদোয়ান ... সব গুরুত্বপূর্ণ বিষয়ে পাকিস্তানের প্রতি তুরস্কের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।’
সূত্র: দ্য ডন
]]>