গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে আরএফকে'র প্রতিনিধিদলের বৈঠক

৪ দিন আগে
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রবার্ট এফ. কেনেডি (আরএফকে)-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠক করেছে।

সোমবার (১২ মে) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে সংস্থাটির সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে ভাইস-প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল এডভোকেসি এন্ড লিটিগেশন) অ্যান্জেলিটা বেয়েনস এবং এটর্নি স্টাফ (এশিয়া) ক্যাথরিন কুপারের সমন্বয়ে তিন সদস্যের প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে। এরপর একটি বৈঠক অনুষ্ঠিত হয়।


গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ সময় তাদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। 


তিনি বলেন, কমিশনে অদ্যাবধি ১৮০০ এর বেশি অভিযোগ জমা পড়েছে এবং কমিশন সবগুলো অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।


আরও পড়ুন: জেল-গুম-খুন হওয়া বিএনপি নেতাকর্মীদের ক্ষতিপূরণ কে দেবে, প্রশ্ন আমীর খসরুর


প্রতিনিধিদলের সদস্যরা কমিশনের কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা গুমের প্রতিটি ঘটনার তদন্ত, অভিযুক্তদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য কমিশনের কার্যক্রম চলমান থাকা জরুরি বলে উল্লেখ করেন। 


এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশাও ব্যক্ত করেন।


ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে কমিশনের সদস্য মো. নূর খান, মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন