অভিযোগে বলা হয়েছে, তাসকিন ফোন করে তার বন্ধুকে ডেকে নেন এবং মারধর করেন। এবং ভয়ভীতি ও হুমকিও দেন এই পেসার। তবে তাসকিন এ বিষয়টিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।
এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘এটা আসলে একটা ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল অন্য জনের। বাকি দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সাথে কোনো ঝগড়াই হয়নি ওর।’
আরও পড়ুন: শেষ টেস্টের আগে ইংল্যান্ডের স্কোয়াডে পরিবর্তন
নিজের ফেসবুক পেইজে তাসকিন আহমেদ একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেউ বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। ((মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)।
আশা করি সত্যের সাথেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।’
জাতীয় দলে আসার পর থেকেই তাসকিন ছিলেন বোর্ড এবং খেলোয়াড়দের গুডবুকে। কখনো বোর্ডের নির্দেশ অমান্য করে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগও খেলতে যাননি। সেই তাসকিনকে নিয়ে এখন এত বড় অভিযোগ! সময়ের সঙ্গে বড় তারকা ট্যাগ পাওয়া তাসকিনের বিরুদ্ধে এমন অভিযোগকে রীতিমতো দুঃখজনক বলে মন্তব্য করেছেন অনেকে।
]]>