অভিজ্ঞ চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে ভারতের টেস্ট দলে নেই অনেক দিন ধরেই। দলের সিনিয়র খেলোয়াড় বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনও নেই এবারের সফরে। যদিও রোহিত, কোহলি ও অশ্বিন লাল বলের ক্রিকেটকে বিদায় বলেছেন।
এবার এই সিনিয়র ক্রিকেটারদের ছাড়ায় ইংল্যান্ড সফরে গেছে ভারত। তবে তরুণ অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে ভারতের শুরুটা বেশ ভালোই হলো। যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের ব্যাটে ভালো শুরু পায় টিম ইন্ডিয়া। পুরো দিনটাই রাজত্ব করেছে সফরকারীরা।
অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেছেন গিল। জয়সওয়ালও পেয়েছেন তিন অঙ্কের দেখা। দিন শেষে ১২৭ রানে অপরাজিত আছেন গিল। আরেক প্রান্তে ৬৫ রান নিয়ে অপরাজিত আছেন রিশভ পন্ত।
আগে ফিল্ডিংয়ে নেমে ইংল্যান্ডের পেসাররা ভালোই বল করতে থাকেন। সুইং ও সিম মুভমেন্ট পেলেও দেখেশুনে খেলতে থাকেন রাহুল ও জয়সাওয়াল। তাদের দুজনের ব্যাটেই এগিয়ে যেতে থাকে ভারত।
আরও পড়ুন: লিডস টেস্টে দুদলের খেলোয়াড়দের হাতে কালো আর্মব্যান্ড কেন
লাঞ্চের একটু আগে ব্রাইডন কার্সের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন রাহুল। ব্যাট চালাতে একটু দেরি করায় এজ হয়ে স্লিপে জো রুটের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ৭৮ বলে ৪২ রান করে ফেরেন রাহুল, আর তাতেই ভাঙে জয়সওয়ালের সঙ্গে ৯১ রানের জুটি।
এমন সময় ব্যাটিংয়ে এসে টিকতে পারেননি সাই সুদর্শনও। স্টোকসের লেগ স্টাম্পের বাইরের বল খেলার চেষ্টায় উইকেটকিপার জেমি স্মিথকে ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ভারতের প্রথম ব্যাটার হিসেবে অভিষেকে তিনে নেমে ডাক মেরেছেন সুদর্শন।
লাঞ্চ থেকে ফেরার পরই হাফ সেঞ্চুরি তুলে নেন জয়সওয়াল। জশ টাংয়ের বলে মিড উইকেটে ঠেলে দিয়ে ৯৬ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ভারতীয় ওপেনার। শুরু থেকেই খানিকটা ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকেন গিল। ৫৬ বলেই করেন হাফ-সেঞ্চুরি।
গিলের মতো দ্রুত রান তোলায় মনোযোগ দেন জয়সওয়ালও। তিন অঙ্কের ঘরে পৌঁছাতেও বেশি সময় নেননি বাঁহাতি এই ব্যাটার। ১৪৪ বলে সেঞ্চুরি করেছেন তিনি। মুরালি বিজয়, বিজয় মাঞ্জরেকার, সৌরভ গাঙ্গুলি ও সন্দীপ পাতিলের পর ইংল্যান্ডে নিজের খেলা প্রথম টেস্টেই সেঞ্চুরি পেয়েছেন জয়সওয়াল।
আরও পড়ুন: রিশাদকে প্রশংসায় ভাসালো হোবার্ট হারিকেন্স
দিনের দ্বিতীয় সেশনের পুরোটা সময় দাপট দেখিয়েছে ভারত। কোনো উইকেট না হারিয়ে ১২৩ রান তোলেন তারা দুজন। চা-বিরতি থেকে ফিরেই অবশ্য উইকেট হারায় সফরকারীরা। চা-বিরতির পর দ্বিতীয় ওভারেই জয়সাওয়ালকে ফেরান স্টোকস।
ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন এই ব্যাটার। জয়সাওয়াল ফেরার পর ভারতের হাল ধরেন গিল ও পন্ত। তাদের দুজনের ব্যাটেই এগোতে থাকে সফরকারীরা। দেশের বাইরের রেকর্ড আশা জাগানিয়া না হলেও অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন গিল। ১৪০ বলে সেঞ্চুরি পেয়েছেন তিনি। সুনীল গাভাস্কার, দিলীপ ভেংসরকার ও বিরাট কোহলির পর চতুর্থ অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করেছেন গিল।
বিশ্বের ২৩তম ক্রিকেটার হিসেবে অধিনায়কের অভিষেক ইনিংসেই সেঞ্চুরি পেলেন তিনি। গিলের পাশাপাশি ব্যাট হাতে আলো ছড়িয়েছেন পন্ত। ইংলিশ পেসারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করে ৯১ বলে হাফ-সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ব্যাটার।
]]>