সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে স্বর্ণ ও অলংকার প্রদর্শনীতে নজর কাড়লো এক অনন্য স্বর্ণের পোশাক। ‘দুবাই ড্রেস’ নামের এ পোশাকটি তৈরি হয়েছে খাঁটি ২১ ক্যারেট স্বর্ণ দিয়ে, যার ওজন ১০ দশমিক ০৮ কেজি। এর বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১১ কোটি রুপি (৪৬ লাখ দিরহাম)। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইতোমধ্যে এটিকে বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের পোশাক হিসেবে স্বীকৃতি দিয়েছে।
সৌদি আরবভিত্তিক আল রোমাইজান গোল্ড অ্যান্ড... বিস্তারিত