গাড়ির চালককে ৩ কিলোমিটার তাড়া বাইকারের, অতঃপর...

১ সপ্তাহে আগে
একটি গাড়িকে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত তাড়া করেছেন একজন বাইকার। চালক না থামায় গাড়ির কাচে ইট দিয়ে আঘাত করে ভেঙে ফেলা হয়েছে। এতে মারাত্মক আহত হয়েছেন গাড়ির চালক। ঘটনাটি ঘটেছে শুক্রবার, ভারতের দিল্লিতে।

সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে ভুক্তভোগী তুষার গুপ্তা জানান, শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে তিনি কর্মস্থলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। 

 

‘দ্য অ্যাটম’ নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন তুষার।

 

আরও পড়ুন:আইন কলেজে ছাত্রীকে ধর্ষণ,পাহারা দেন দুই ছাত্র!

 

শনিবার বিকেলে একাধিক পোস্টে তুষার গুপ্তা কারণ প্রকাশ না করেই বলেন, একটি দুই চাকার বাহনে থাকা এক ব্যক্তি তাকে তাড়া করতে শুরু করেন এবং তাকে গাড়ি থামাতে এবং নামতে বলেন। তিনি যখন অস্বীকৃতি জানান, তখন লোকটি তার কনুই দিয়ে চালকের পাশের কাচে আঘাত করেন এবং রিয়ার-ভিউ মিরর ভাঙার চেষ্টা করেন। 

 

এ সময় লোকটিকে ক্রোধে উন্মত্ত লাগছিল বলেও জানান তিনি।


গুপ্তা আরও জানান, তিনি থামেননি, কিন্তু লোকটি গাড়িটি অনুসরণ করতে থাকেন। কারণ গাড়িটি ধীরে ধীরে চলছিল এবং রাস্তাটি সরু ছিল।

 

গুপ্তা আরও লিখেছেন, ‘একটু পরে সে তার দুই চাকার গাড়িটি আমার গাড়ির সামনে দাঁড় করিয়ে গাড়ির জানালা ভাঙতে শুরু করে। সবগুলোই ভেঙে ফেলে। সে আমার দিকে তাকিয়ে ছিল, আমাকে আঘাত করার চেষ্টা করছিল। তাই গাড়ির জানালা ভাঙতে শুরু করে। ততক্ষণে মানুষ ভিড় করতে শুরু করে।’

 

এরপর ‘লোকটি ইট দিয়ে গাড়ির সামনের দিকের, চালক এবং যাত্রীর পাশের জানালা ভেঙে দেয় এবং তারপর সামনের উইন্ডশিল্ডও ভাঙার চেষ্টা করে। আমি অবাক হয়ে ভাবছিলাম, কী ঘটছে, আমার সারা শরীরে কাচের টুকরো এসে পড়ছিল। যখন অনেক লোক জড়ো হতে শুরু করে তখন লোকটি গাড়ির পেছনের কাচ ভেঙে পালিয়ে যান,’ বলেন তিনি।

 

রক্তাক্ত তালু, জিন্স এবং হ্যান্ডব্রেকের লিভারে রক্তের ফোঁটা এবং সামনের যাত্রীর আসনে রক্তের দাগের ছবি পোস্ট করে গুপ্তা জানান, তার বেশ কয়েকটি জায়গায় আঘাত লেগেছে।

 

আরও পড়ুন:বাংলাদেশের ৯ ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা


তিনি আরও জানান, তিনি জরুরি নম্বরগুলোতে ফোন করেছিলেন এবং পুলিশ এক ঘণ্টার মধ্যে তদন্ত শুরু করে।

 

সূত্র: এনডিটিভি

]]>
সম্পূর্ণ পড়ুন