শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ফেনী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ফেনীর পশ্চিম রামপুরের মো. মোস্তফার ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ফেনীর লালপুল থেকে সিএনজিতে গ্যাস নিয়ে বাড়ি ফিরছিলেন ইব্রাহিম। পথে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাত গাড়ি তার অনটেস্ট সিএনজিকে চাপা দেয়। এতে মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি।
আরও পড়ুন; অস্ট্রেলিয়া / সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনা বাড়ছে কেন?
খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ইব্রাহিমকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। তবে সেখানে পৌঁছেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত থ্রি-হুইলারটি উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
]]>