ছবিগুলো ছড়িয়ে পড়লে অনেকে জানতে চান, অভিনেতার কী হয়েছে? ছবিগুলো আসল নাকি কোনো শুটিংয়ের তা নিয়েও সংশয়ে পড়েন অনেকে।
একটি ভিডিওতে শোনা যাচ্ছিলো, স্থানীয় একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করছেন, কিছু খাবার খেয়েছেন কি না। এক নারী বলছিলেন, বুধবার রাতে অভিনেতা আরও কয়েকজনের সঙ্গে এখানে (মাজারে) এসেছিলেন। সবাই চলে গেলেও তিনি আর যাননি। এখানেই শুয়ে পড়েন।
পরে সময় সংবাদের ময়মনসিংহ প্রতিবেদক জানান, সমু চৌধুরীর ছবিগুলো গফরগাঁও থেকে তোলা। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে পাগলা থানা এলাকার মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে গাব গাছের নিচে তাকে শুয়ে থাকতে দেখা যায়। মামুন নামে স্থানীয় এক যু্বক প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোষ্ট করেন এবং পরে তা ছড়িয়ে পড়ে।
পাগলা থানার ডিউটি অফিসার এসআই শাহ আলম প্রতিবেদককে বলেন, ‘আপনি ফোন করে বিষয়টি আমাকে অবগত করার পর খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানানো যাবে।’
আরও পড়ুন: ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে আত্মহত্যা, কী লিখেছিলেন মডেল?
সমু চৌধুরীর খবর ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘে পৌঁছালেই দ্রুত ব্যবস্থা নেয় সংগঠনটি। এ প্রসঙ্গে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, এমন খবর শোনার পরপরই ঘটনার সত্যতা জানতে লোক পাঠাই। তারা সমু ভাইকে দেখার সাথে সাথে পাগলা থানা পুলিশের মাধ্যমে নিরাপদ আশ্রয় হিসেবে আপাতত থানায় এনেছেন।
রাশেদ মামুন অপু আরও বলেন,
আমাদের এখান থেকে সেখানে বিশেষ একটি টিম পাঠাচ্ছি। তার মানসিক ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসা হবে। তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব আমাদের।

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পীদের অন্যতম সমু চৌধুরী। তার অভিনয়ে অভিষেক হয় যশোরের উদিচি নাট্যগোষ্ঠির মাধ্যমে। অভিনেতার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জন্মভূমি, রঙের মানুষ, বিবর্ণ প্রজাপতি, অনেকেই একা, এত কষ্ট কেন ভালোবাসায়, দূরের আকাশ ইত্যাদি।
]]>