সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক রিলসে একটি ভিডিও শেয়ার করেছেন মাহি। ওই ভিডিওতে দেখা যায়, হাতে মোবাইল নিয়ে মাইক্রোফোনের সামনে গান গাইছেন মাহি।
সংগীতশিল্পী অর্নবের লেখা ও গাওয়া গান ‘তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশকালো, কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো।’ এ গানই মাহি গেয়ে শোনালেন ভক্তদের।
গত চাঁদরাতের ঈদের মুহূর্ত সম্প্রতি ফেসবুক রিলসে শেয়ার করে মাহি ক্যাপশনে লেখেন, সবাই সব পারে না। এই যেমন আমি গান গাইতে পারি না কিন্তু তবুও একটু সাহস করে গুনগুন করলাম। চাঁদরাত বলে কথা।
আরও পড়ুন: ভরপুর মিষ্টি খেয়েও ফিট থাকেন জয়া
বর্তমানে নিউইয়র্ক ভ্রমণ করছেন মাহি। ঘুরে দেখছেন সেখানকার আশপাশ। ব্যক্তিগত অবসর সময় উদ্যাপন করে দেশে ফিরবেন।
আরও পড়ুন: কানাডায় যেভাবে জন্মদিন উদযাপন করছেন ববিতা
‘ভালোবাসার রঙ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মাহির। ক্যারিয়ারে দর্শকদের অসংখ্য ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন। দেশ ও জনগণের সেবার জন্য সিনেমায় ক্যারিয়ারের পাশাপাশি রাজনীতিতেও আসার আগ্রহ রয়েছে অভিনেত্রীর।
]]>