গাজীপুরে ২ পা কেটে কৃষককে হত্যা

১ দিন আগে
গাজীপুরের কালীগঞ্জে দুই পা কেটে ও কুপিয়ে মনির মোল্লা নামে এক কৃষক হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পারাবর্তা এলাকায় বন বিভাগের একটি খোলা জায়গায় থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।


নিহত মনির মোল্লা (৫০) উপজেলার নাগরী ইউনিয়নের পারাবর্তা এলাকার বাসিন্দা ও মৃত হাশেম মোল্লার ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।


জানা যায়, ওই এলাকায় কৃষক মনির মোল্লার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করে। স্থানীয়দের সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত করে পুলিশ।


আরও পড়ুন: কালীগঞ্জে নসিমন চালককে কুপিয়ে হত্যা


কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, ধারালো অস্ত্র দিয়ে নিহতের দুই পা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।


এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে কেন তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

]]>
সম্পূর্ণ পড়ুন