চুরি হওয়া মোটরসাইকেলটি পালসার ব্র্যান্ডের ১৫০ সিসির গাড়ি। যার রেজিস্ট্রেশন নাম্বার: গাজীপুর মেট্রো ল: ১১-৪৮১০; ইঞ্জিন নাম্বার: DHXPRE51875 এবং চেসিস নাম্বার: PSUA11CY6RTG54213 ।
এ ঘটনার ভুক্তভোগী জোনায়েদ রুবেল বলেন, ‘আমি গাড়িটি বাসার নিচে রেখে রুমে ঢুকি। কয়েক মিনিট পর বেড়িয়ে দেখি গাড়িটি আর নেই।’
মাত্র কয়েকদিনের ব্যবধানে এই সড়ক থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
আরও পড়ুন: গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
স্থানীয় বাসিন্দা চঞ্চল খান বলেন, ‘বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হলেও আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত এমন কোনো দৃষ্টান্ত নেই যে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আশা এই ঘটনায় প্রশাসনের জোড়ালো ভূমিকা দেখতে পাবো।’
স্থানীয় আরেক বাসিন্দা হাসিব খান বলেন, ‘নিজ বাড়িতেও যদি আমরা নিরাপদ না থাকি তবে কোথায় যাবো। শুধু মোটরসাইকেল চুরিই নয়, বাসায় ঢুকে গুরুত্বপূর্ণ মালামাল চুরির ঘটনাও সম্প্রতি আশঙ্কাজনকহারে বেড়েছে। কর্তৃপক্ষের নীরব ভূমিকাই এর অন্যতম কারণ।
এ বিষয়ে জয়দেবপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘মোটরসাইকেল চুরির খবর পাওয়া মাত্রই থানার একটি স্পেশাল টিম মাঠে নেমেছে। তাছাড়া প্রতিটি স্টেশনে বার্তা দিয়ে রেখেছি।’
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·