এ ঘটনায় সোমবার (২০ অক্টোবর) সকালে আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গাজীপুর শহরের আজিম উদ্দিন কলেজ রোড সংলগ্ন সরকারি বাসভবন (গোধূলী) বাংলোতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও অতিরিক্ত মহানগর দায়রা জজ বসবাস করেন। গত রোববার মধ্যরাতে সরকারি বাসভবন (গোধূলী) বাংলোর বারান্দার মূল ফটক ভেঙে অজ্ঞাতনামা চোরেরা বাংলোর ভিতর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও মহানগর দায়রা জজের রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করার পর সম্পূর্ণ বাংলো বাড়ির এসি, ইনডোর ও আউটডোরসহ বিভিন্ন সংযোগের বৈদ্যুতিক তামার তার ও মাটির নিচ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তামার তার, বাথরুমের বিভিন্ন ফিটিংসসহ বাসার যাবতীয় সব আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।
এ জাহরে আরও উল্লেখ করা হয়েছে, সোমবার সকালে অফিস সহায়ক আল আমিন ফকির ও অফিস সহায়ক আনিস বাসভবনে গিয়ে দেখেন সরকারি বাসভবনের (গোধূলী) প্রধান ফটক ভাঙা। তখন অফিসরিরা স্যারদেরকে ফোন করে বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে এসে চুরির ঘটনা দেখেন।
আরও পড়ুন: গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
মামলার বাদী আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বলেন, চুরির ঘটনায় গাজীপুর সদর থানায় এটি মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, চুরির ঘটনায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

২ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·