রোববার (২০ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে এ এ ইয়াং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিকরা এই অবরোধ করে।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া যায়। এতে করে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিল্প পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টা পড়ে স্বাভাবিক হয় যান চলাচল।
কারখানার শ্রমিকরা জানান, তাদের বেতন দেয়ার কথা গত ৭ জুলাই। পরে ১০ জুলাই দেয়ার কথা হয়। কিন্তু ২০ জুলাই পার হলেও জুন মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
তবে কারখানা কর্তৃপক্ষ বলছেন শ্রমিকদের বেতনভাতা পরিশোধের জন্য কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত হলে শ্রমিকদের জানানো হবে। কিন্তু এর আগেই শ্রমিকরা কারখানায় ভাঙচুর করে রাস্তা নামে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানায়, মহাসড়ক অবরোধের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে শিল্প পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের টিম উপস্থিত হয়। পরে মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার পর তাদের সরিয়ে নেয়া হয়।