শনিবার (১৪ জুন) দুপুরে পূবাইল থানাধীন মিরের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নারায়কুল এলাকার মৃত হাবিবের ছেলে ও দুবাই প্রবাসী সাব্বির রহমান (২৩), একই এলাকার রবিউলের ছেলে সিমান্ত খান (২০), বসুগাঁও এলাকার বাবু মোল্লার ছেলে আনন্দ মোল্লা (২২), হারবাইদ এলাকার সুলতানের ছেলে শাহরিয়ার (১৯), বসুগাঁও এলাকার আমির হোসেনের ছেলে ফাহিম সরকার (২৪), নারায়কুল এলাকার হারুনের ছেলে ও সাবেক পুলিশ সদস্য রিদয় (২০)।
আরও পড়ুন: নড়াইলে অনলাইন প্রতারক চক্রের সদস্যসহ ৩ যুবক আটক
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে দুইটি খেলনা পিস্তল, খেলনা ওয়াকিটকি, পুলিশের ইউনিফর্ম, ব্যবহৃত হাতকড়া, পুলিশ স্টিকার, লাইট, ক্যাপসহ একাধিক পুলিশের ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ বিষয়ে পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।