গাজীপুরে ‘ডিবির’ তাড়া খেয়ে নদীতে ঝাঁপ, ব্যবসায়ী নিখোঁজ

১ সপ্তাহে আগে
গাজীপুরের কড্ডায় ডিবি পুলিশের তাড়া খেয়ে আমজাদ হোসেন নামে এক বালু ব্যবসায়ী তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ আমজাদ হোসেন গাজীপুর সিটি করপোরেশনের কাঁঠালিয়া পাড়া এলাকায় ইদ্রিস আলীর ছেলে।
 

নিখোঁজ ব্যবসায়ীর স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে কড্ডা এলাকায় নিজ প্রতিষ্ঠানে বসে ছিলেন বালু ব্যবসায়ী আমজাদ হোসেন। এসময় একটি হাইসযোগে ৮-১০ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশ ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা আমজাদ হোসেনকে আটক করার জন্য গেলে তিনি দৌড়ে পালোনোর চেষ্টা করেন। এসময় তাকে পেছন থেকে ধাওয়া করা হয়। এক পর্যায়ে আমজাদ হোসেন তুরাগ নদে ঝাঁপ দেন। 

 

পরে আইন শৃঙ্খলা বাহিনী চলে গেলে স্বজন ও এলাকাবাসী নদে রাতভর খোঁজাখুঁজি করেন। স্থানীয়রা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ আমজাদ হোসেনকে উদ্ধারে কাজ শুরু করে। তবে বিকেল ৪ টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন: গাজীপুরে ৭ দাবিতে ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক অবরোধ

নিখোঁজ আমজাদ হোসেনের বাবা ইদ্রিস আলী বলেন, ‘আমজাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তারপরও বিভিন্ন সময় ডিবি পুলিশ তাকে বিরক্ত করতো। গতকাল তাকে ধরতে ডিবি পুলিশ আসলে তাদের হাত থেকে রক্ষা পেতে আমজাদ নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনায় দায়ীদের বিচার চাইছেন তিনি।’


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, নিখোঁজ আমজাদ হোসেনকে উদ্ধার তুরাগ নদে উদ্ধার তৎপরতা চালাচ্ছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনও তার হদিস মেলেনি।


বাসন থানার উপপরিদর্শক দুলাল চন্দ্র বলেন, গতকাল সন্ধ্যায় একদল লোকের তাড়া খেয়ে আমজাদ হোসেন তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাস্থল কোনাবাড়ি থানা এলাকার হওয়ায় তারা বিষয়টি তদন্ত করবেন।

আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যা: ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিলো পুলিশ

নিখোঁজ আমজাদ হোসেনের দুই ছেলে ও স্ত্রী রয়েছে। ঘটনাস্থলে ভিড় করছেন স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা।

]]>
সম্পূর্ণ পড়ুন