শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর রেলস্টেশন ও রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর রেলস্টেশনের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম জয়নাল আবেদীন (৪৫)। তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের পাটপচা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় সাইকেলে মিস্ত্রি ছিলেন। তবে অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।
শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, ময়মনসিংহগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সাতখামাইর রেলওয়ে স্টেশন এলাকায় ওই নারীর মৃত্যু হয়।
আরও পড়ুন: ভোরের আলো ফুটতেই ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনমাস্টার আমিন ইসলাম বলেন, দুপুরের দিকে ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে রেলওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরউজ্জান বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পৃথক স্থান থেকে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে এক ব্যক্তির পরিচয় জানা গেছে। তবে নিহত নারী নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।