গত শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে শ্রীপুর উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ন আহ্বায়ক জুবায়ের আল মামুনের কাওরাইদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির একটি কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করে।
এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত পাঁচ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। শনিবার (৪ অক্টোবর) শ্রীপুর থানা মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়। আসামিরা হলেন- গাজীপুর জেলার শ্রীপুর থানার টেপিরবাড়ী মাটির মসজিদ এলাকার মোশারফ হোসেন মনসুরের ছেলে ইমরান হোসেন (২২), একই এলাকার বজলুর রশিদের ছেলে শাহারিয়ার রহমান সাদাফ (২২), একই জেলার জয়দেবপুর থানার শহিদুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম (১৯), গাজীপুর মহানগরের সদর থানার লাগালিয়া দক্ষিণপাড়া গ্রামের আলমগীর হোসেনের মেহেদী হাসান ইমন (২৩) ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার নতুন বাজার এলাকার মানিক মিয়ার ছেলে, শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড গ্রামের বাসিন্দা মোজাম্মেল হাসান রোমান (২২)।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসমত উল্ল্যাহ্ জানান, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত বৃহস্পতিবার (২ অক্টোবর) গাজীপুরের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ইমরান হোসেন, মেহেদী হাসান ইমন ও আশিকুল ইসলামকে আটক করে।
পুলিশ কর্মকর্তা জানান, তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওইদিনই ময়মনসিংহ জেলার ভালুকা পৌরসভার গোলাম রব্বানীর বাড়িতে অভিযান চালিয়ে শাহারিয়ার রহমান সাদাফ ও মোজাম্মেল হাসান রোমানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সাদাফ জানান, অস্ত্র ও গুলি শ্রীপুরের কাওরাইদ বাজার এলাকার তার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছেন।
আরও পড়ুন: ঢাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, না পেয়ে ঠিকাদারের বাসায় গুলি
সাদাফের দেয়া তথ্য অনুযায়ী কাওরাইদ বাজার এলাকায় তার খালু আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির পশ্চিম পাশের কক্ষের ওয়্যারড্রোব থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আব্দুল খালেক শ্রীপুর উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ন আহ্বায়ক জুবায়ের আল মামুনের বাবা।
এ বিষয়ে জানতে জুবায়ের আল মামুনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ওই বাড়িতে থাকেন না, ঢাকায় থাকেন। তার কথায়, ‘ডিবি পুলিশের হাতে গ্রেফতার শাহারিয়ার রহমান সাদাফ আমার আপন মামাতো ভাই। আমি ঢাকায় থাকি। মাঝেমধ্যে সাদাফ আমাদের বাড়িতে গিয়ে থাকে।’
শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত বলেন, ‘জুবায়ের আল মামুন উপজেলা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক। ডিবি পুলিশ তার বাড়ি থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে বলে শুনেছি। এ বিষয়ে জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদল সিদ্ধান্ত নিবেন।’
আরও পড়ুন: সারা দেশে একদিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু
এ বিষয়ে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি, কেন্দ্রীয় ছাত্রদলও অবগত আছে। আমরা তদন্ত করছি। তদন্তে যদি অস্ত্র ও গুলির সত্যতা পাওয়া যায় তাহলে জুবায়েরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
ওসি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মেহেদী হাসান ইমনের বিরুদ্ধে ৩টি এবং ইমরানের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। তারা অবৈধ অস্ত্র ও গুলি ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমিদখল এবং খুন-জখমের হুমকিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা রুজু হয়েছে। আসাসিদের আদালতে পাঠানো হয়েছে।
]]>