গাজীপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

৩ সপ্তাহ আগে
গাজীপুরের চাপুলিয়ায় চুরির অপবাদ দিয়ে শাহরিয়ার রহমান হ্যাভেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৫ জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত শাহরিয়ার রহমান হ্যাভেন চাপুলিয়া এলাকার হুমায়ূন কবিরের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহরিয়ার রহমান হ্যাভেনের পরিবারের সঙ্গে জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে পূর্ব বিরোধ ছিল। শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন বাড়ি থেকে নিয়ে যায় এবং চুরির অপবাদ দিয়ে হাত পা বেঁধে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে ভোরে মারা যান হ্যাভেন।


আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দল নেতার সঙ্গে মেয়ের বিয়ে না দেয়ায় বাবাকে হত্যার অভিযোগ


খবর পেয়ে পুলিশ রোববার সকাল ৭টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘হ্যাভেনের বিরুদ্ধে থানায় চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সকালে তার হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে, স্বজনদের অভিযোগের ভিত্তিতে মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন