গাজায় ২৪ ঘণ্টায় ১২০ ফিলিস্তিনি হত্যা, প্রাণহানি ছাড়াল ৫৫ হাজার

৩ সপ্তাহ আগে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বুধবার সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ১২০ ফিলিস্তিনিকে হত্য করেছে ইসরাইল। এই সময় আহত হয়েছেন ৪৭৪ জন। এ নিয়ে গত ১৯ মাসের যুদ্ধে গাজায় ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বুধবার (১১ জুন) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণায়লয় জানিয়েছে, বুধবার সকাল থেকে ত্রাণ নিতে গিয়ে গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময় ৩৬৩ জনেরও বেশি আহত হয়েছেন।

 

আরও পড়ুন: নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, গাজা যুদ্ধ বন্ধ করতে বললেন

 

আল জাজিরা বলছে, ইসরাইল ও মার্কিন-সমর্থিত বিতর্কিত সংস্থার মাধ্যমে গত কয়েকদিনে ত্রাণ নিতে গিয়ে মোট ২২৪ জন নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন ১ হাজার ৮৫৮ জন।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার যুদ্ধবিধ্বস্ত গাজার ভূখণ্ডের ধ্বংসস্তূপ থেকে ইসরাইলি হামলায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

আরও পড়ুন: গাজায় হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আহ্বান মাহমুদ আব্বাসের

 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের বর্বরতায় মোট ৫৫ হাজার ১০৪ জন নিহত এবং  আহত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩৯৪ জন।

 

চলতি বছরের মার্চে মাসে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার পর থেকে ইসরাইল ৪ হাজার ৮২১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই সময়ে ১৫ হাজার ৩৫৩ ফিলিস্তিনি আহত হয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন