বিমানে ওঠার আগে ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি, তবে বিমানের ভেতরে ঢোকার আগে সিঁড়ি থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়ান ভ্যান্স।
এদিকে, গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সাথে দেখা করেছেন।
আরও পড়ুন:দক্ষিণ লেবাননে ‘হিজবুল্লাহকে’ লক্ষ্য করে ইসরাইলের হামলা
নেতানিয়াহুর অফিস জানায়, ভ্যান্স এবং তার স্ত্রী ইসরাইলে কয়েকদিন কাটাবেন এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন।
রোববার ভ্যান্স ইসরাইলি হামলার বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন, তবে বলেছেন যে অনিয়মিতভাবে যুদ্ধবিরতি চলবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার হুমকি দেন যে, গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ব্যর্থ হলে হামাসকে নির্মূল করা হবে, যার মধ্যে রয়েছে হামাসের নিরস্ত্রীকরণ এবং বাকি জিম্মিদের মরদেহ হস্তান্তর। যদিও ইসরাইল যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়ে যাচ্ছে তারপরও।
ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, ভ্যান্স নেতানিয়াহুর সাথে যুদ্ধবিরতি পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে, যার মধ্যে গাজায় বহুজাতিক বাহিনী মোতায়েন এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত।
অন্যদিকে, ইসরাইলি চ্যানেল ১২ জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূত উইটকফ এবং কুশনার নেতানিয়াহুকে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তিকে বিপন্ন না করেই তিনি ইসরাইলকে রক্ষা করতে পারবেন।
আরও পড়ুন:যুদ্ধবিরতির পর ৮০ বার চুক্তি লঙ্ঘন, ৯৭ ফিলিস্তিনিকে হত্যা ইসরাইলের
ওয়াল স্ট্রিট জার্নাল পেন্টাগনের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং গাজায় মানবিক সহায়তা সরবরাহ সহজতর করার জন্য সোমবার প্রায় ২০০ মার্কিন সেনা ইসরাইলে পৌঁছেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
]]>
২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·